৪ নিত্যপণ্যের ওপর শুল্ক কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

Date: 2024-01-29
news-banner
রমজানকে সামনে রেখে চাল, চিনি, ভোজ্য তেল, খেজুরের উপর থেকে শুল্ক হার হ্রাস করতে এনবিআরকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠকে প্রধানমন্ত্রী পণ্যের দাম যাতে কোনোভাবেই না বাড়ে সেটা কঠোরভাবে নজরদারি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
মজুতদারদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রমজানের পণ্য আমদানি করতে ডলার সংকট এবং এলসির সমস্যা যেন না হয় সেটিও দেখতে হবে।
image

Leave Your Comments