আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

Date: 2024-02-04
news-banner
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শুরু হয় আখেরি মোনাজাত। পরিচালনা করেন মাওলানা জুবায়ের। 

মোনাজাতে মহান আল্লাহর কাছে পাপ থেকে মুক্তি কামনা করা হয়। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। এর আগে ফজরের নামাজের পর সাধারণ-বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, আর বাংলায় তরজমা করে শোনান বাংলাদেশের মাওলানা নূরুর রহমান। 

আখেরি মোনাজাতে অংশ নেয়ার জন্য ইজতেমা ময়দানে ঢল নামে মুসল্লিদের। ইজতেমা ময়দান পেরিয়ে মুসল্লিদের ঢল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও নবনির্মিত ফ্লাইওভারে পৌঁছেছে যায়। 

এদিকে বার্ধক্যজনিত কারণে ইজতেমা ময়দানে ১৪ মুসল্লির মৃত্যু হয়েছে। দ্বিতীয় পর্ব শুরু হবে ৯ ফেব্রুয়ারি, শেষ হবে ১১ ফেব্রুয়ারি। 
image

Leave Your Comments