ভালোবাসা দিবসে কী উপহার দিবেন প্রিয়জনকে?

Date: 2024-02-08
news-banner
বছর ঘুরে আবার চলে এসেছে ভালোবাসা দিবস। এই দিবসকে ঘিরে প্রিয় মানুষের জন্য থাকে নানা আয়োজন। আপনার প্রিয়জনকে উপহার হিসেবে কী দিতে চান এই দিনে। ভেবেছেন কিছু? আপনি চাইলে এ বছরের ভালোবাসা দিবসটি একটু স্মরণীয় করে রাখতে পারেন। আপনার প্রিয়জনকে এমন কিছু উপহার দিন, যা সারা জীবন তার কাছে স্পেশাল হয়ে থাকবে। তালিকায় এমন কিছু রাখুন যা আপনার অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে।

ভালোবাসা প্রকাশের জন্য বড় বা দামি উপহার দিতে হবে এমন কিন্তু নয়। কিছু সময় ছোট উপহারও বড় উপহারকে হার মানায়। তাহলে জেনে নিন ভালোবাসা দিবসে উপহার হিসেবে প্রিয়জনকে কী কী দিতে পারেন-

ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন

চিঠি

সাধারণত এখন কেউ চিঠি লেখেন না। ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে এখন আমরা মেসেজ, ফোন কল, মেইল ইত্যাদি ব্যবহার করি। আপনি যদি আপনার প্রিয়জনকে ভিন্ন কিছু দিতে চান, তাহলে নিজের হাতে একটি চিঠি লিখে ফেলুন। প্রিয়জনকে নিয়ে আপনার নিজের রচিত কবিতার দুএক লাইন লিখে দিতে পারেন। সবশেষে চিঠিটা রঙিন খামে ভরে একটি লাল গোলাপসহ প্রিয়জনকে উপহার হিসেবে দিন।

পোষা প্রাণী

সঙ্গী কি পোষা প্রাণী পছন্দ করেন? অনেকের এক্ষেত্রে দুর্বলতা থাকে। তার সেরকমটা রয়েছে কি না সেদিকে খেয়াল করুন। তার পছন্দের পোষা প্রাণীটি উপহার দিতে পারেন বিশেষ এই দিনে। এতে তার দিনটি আরও স্মৃতিময় হয়ে থাকবে।

বই

সঙ্গীকে তার পছন্দমতো কোনো বই উপহার দিতে পারেন। তার প্রিয় লেখক সম্পর্কে জানুন। কোন বইগুলো তার পছন্দের তালিকায় আছে তা কৌশলে জেনে নিন। এরপর ভালোবাসার দিনে তাকে সেই বইগুলো উপহার দিন। এতে সে চমকে যাবে এবং অনেক বেশি খুশি হবে।

লাল গোলাপ

লাল গোলাপ ভালোবাসার প্রতীক। প্রিয়জনকে উপহার হিসেবে একগুচ্ছ লাল গোলাপ দিতে পারেন। এটি অভিনব উপহারগুলোর মধ্যে অন্যতম। এই দিনে সঙ্গীকে ফুল দিয়ে নতুন করে প্রেম নিবেদন করুন। আর এভাবেই দিবসটিকে স্মরণীয় করে রাখতে পারেন।

অ্যালবাম

একসঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্তগুলোকে এক জায়গায় নিয়ে আসুন। আপনাদের তোলা কিছু ছবি নিয়ে বানিয়ে ফেলুন একটি অ্যালবাম। ছবির নিচে সেই মুহূর্তের কথা ছোট করে লিখে দিতে পারেন। অথবা ভালোবাসার মেসেজও লিখতে পারেন।

কফি মগ

আপনার সঙ্গী যদি চা/কফি পান করতে অনেক পছন্দ করেন। তাহলে, আপনি তাকে সুন্দর কফি মগ উপহার হিসেবে দিতে পারেন। এতে লিখে দিতে পারেন ভালোবাসার মেসেজ। অথবা যুক্ত করতে পারেন প্রিয় কোনো ছবি।

আনুষঙ্গিক জিনিসপত্র

পোশাকের সঙ্গে মিলিয়ে নানা জিনিসের দরকার হয়। তার এই মুহূর্তে কী দরকার তা জেনে নিন। হতে পারে ঘড়ি, জুতা, টাই, গয়না, প্রসাধনী অথবা অন্য যেকোনো কিছু। সব সময় খেয়াল রাখবেন, আপনি তাকে যা দিচ্ছেন তা যেন চমকপ্রদ এবং প্রয়োজনীয় হয়। নাহলে সেই জিনিসের বেশিদিন কদর থাকবে না।

চকোলেট

চকোলেট পছন্দ করেন না এমন মানুষ কমই আছে। আর তা যদি প্রিয়জনের কাছ থেকে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। আপনিও চাইলে বিশেষ এই দিবসে সঙ্গীকে চকোলেট উপহার দিতে পারেন।
image

Leave Your Comments