অমিতাভ বাচ্চনের আসল পদবী কী

Date: 2024-02-10
news-banner
বিনোদন ডেস্কঃ বলিউড সুপারস্টার অমিতাভ বাচ্চনের আসল নাম নাকি অমিতাভ বাচ্চন নয়। ‘বাচ্চন’ তার পদবীও নয়।
জানেন অমিতাভ বাচ্চনের আসল নাম কি?
অনেকেই হয়তো জানেন না। তার আসল নাম হলো ‘অমিতাভ শ্রীবাস্তব’। হ্যাঁ এইটাই সঠিক। তার বাবা বিখ্যাত কবি এবং লেখক হরিবংশ রাই শ্রীবাস্তব। মা তেজী শ্রীবাস্তব। তাহলে বাচ্চন পদবী এলো কোথা থেকে?

এক সাক্ষাৎকারে অমিতাভ বলেছিলেন, তিনি অমিতাভ বাচ্চন নন!!

তার আসল নাম অমিতাভ শ্রীবাস্তব। এই বাচ্চন পদবী তিনি পেয়েছেন বাবার থেকে। অনেকেই ছদ্মনাম ব্যবহার করে। কবি হরিবংশ রাইকে এই পদবী কি কেউ প্রদান করেছিলেন? একেবারেই না। অমিতাভ বলেছিলেন, “আমার বাবা এক কবি, এক নামকরা লেখক। তিনি ‘বাচ্চন’ ছদ্মনামে লিখতেন। স্কুলে ভর্তি হওয়ার সময় বাবার সেই ছদ্মনামকেই আমি আমার পদবী বানিয়ে ফেলি। এবং শ্রীবাস্তব থেকে হয়ে উঠি ‘বাচ্চন’। সেই থেকে আমার পরিবারের সবাই বাচ্চন পদবীই ব্যবহার করেন।
বাচ্চন পদবী একমাত্র রয়েছে বাচ্চন পরিবারের কাছেই। কেন না, সেটি কোনো বাচ্চন পদবী নয়। এর কারণ, বাচ্চন কোনো পদবী নয়, সেটি একটি ছদ্মনাম। এটি হিন্দি ভাষার কবি-লেখক হরিবংশ রাই বাচ্চনের ছদ্মনাম। ছেলের দেখাদেখি বাচ্চনকে পদবী হিসেবে গ্রহণ করে হরিবংশও শ্রীবাস্তব থেকে বাচ্চন হয়েছিলেন। পরে হয়ে উঠেছিলেন হরিবংশ রাই বাচ্চন।
image

Leave Your Comments