হুমায়ূন আহমেদের অজানা কিছু বিষয় নিয়ে বই লিখেছেন অভিনেতা ফারুক আহমেদ

Date: 2023-02-12
news-banner
এই অভিনেতা বলেন, ‘কয়েক বছর আগে হঠাৎ মনে হলো দীর্ঘ সময় একজন মানুষের সঙ্গে কাজ করেছি। তাঁর ভালোবাসা পেয়েছি। তাই মৃত্যুর পর তাঁকে নিয়ে কিছু লিখি। এই ভাবনা থেকে তাঁর সঙ্গে আমার দীর্ঘ সময়ের স্মৃতি নিয়ে লিখলাম।’ তিনি আরও বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যার আমার পছন্দের মানুষ। দেশের জনপ্রিয় একজন মানুষের সান্নিধ্য পাওয়া আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। তিনি আমাকে অনেক আদর স্নেহ করতেন। এটা আমি বিভিন্ন সময় ফেসবুকে বা সাক্ষাৎকার লিখেছি। কিন্তু আমাদের এমন কিছু বিষয় আছে, যেটা হয়তো পাঠক জানেন না, সেই বিষয়গুলো বইতে জায়গা পেয়েছে।’বইটির নাম ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’। ফারুক আহমেদের দেখা প্রিয় লেখক ব্যক্তিগতভাবে কেমন ছিলেন, সেটা অনেক পাঠক জানেন না। তেমন অজানা কিছু বিষয় আছে, সেটা এই বইয়ে জায়গা পেয়েছে বলে জানান, ফারুক। তিনি বলেন, ‘স্যারের জীবনযাপন কতটা সহজ–সরল ছিল, ব্যক্তি হিসেবে তাঁকে কাছ থেকে যেভাবে দেখেছি, সেগুলোই এই বইতে থাকবে। পাঠক হুমায়ূন আহমেদ সম্পর্কে নতুন কিছু জানবেন। তাঁর মানবিক গুণাবলি, প্রকৃতি প্রেম, তাঁর সরলতা, সততা, উদারতা, পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় বইটিতে স্থান পেয়েছে। এই বিষয় পাঠকদের সামনে আসা দরকার।’১৯৯২ সাল থেকে হুমায়ূন আহমেদের লেখা ‘অচিন বৃক্ষ’ নাটক দিয়ে এই অভিনয় যাত্রা শুরু হয়। তারপরে হুমায়ূন আহমেদের ‘বৃক্ষ মানব’, ‘হাবলঙ্গের বাজার’, ‘তারা তিনজন’, ‘চোর’, ‘উড়ে যায় বকপক্ষী’সহ একাধিক নাটকে অভিনয় করেছেন। ফারুক আহমেদ জানালেন, আজ রবিবার থেকে বইটি একুশের বইমেলার কিংবদন্তি পাবলিকেশন এ পাওয়া যাবে।
image

Leave Your Comments