জাতীয় পার্টি থেকে বাবলাকে বহিষ্কার

Date: 2024-02-19
news-banner
রওশন এরশাদের সঙ্গে বৈঠকের পাঁচ ঘণ্টার মাথায় জাতীয় পার্টি থেকে সৈয়দ আবুল হোসেন বাবলাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে আবু হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যানসহ দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।

এর আগে রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে রওশন এরশাদ সংবাদ সম্মেলন করেন। সেখানে যোগ দেন বাবলা। রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির কাউন্সিলের আহ্বায়ক কমিটির কো-আহবায়ক করা হয় বাবলাকে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াই ইয়া চৌধুরীসহ বেশ কয়েকজনকে বহিষ্কার করে জাপা। বহিষ্কৃত ও ক্ষুব্ধ নেতাকর্মীরা রওশন এরশাদের সঙ্গে যোগ দিয়েছেন।
image

Leave Your Comments