সরকার প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন নিশ্চিতে আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

Date: 2023-10-17
news-banner

প্রতিবন্ধীদের সকল প্রত্যাশা পূরণ করা হবে জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবনযাপন নিশ্চিতে সরকার আন্তরিক।’ 

রাজধানীর জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ সোমবার (১৬ অক্টোবর) মন্ত্রী এসব কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারই প্রথম প্রতিবন্ধী ব্যক্তিদের কথা ভেবেছে। তাদের জন্য কার্যক্রম গ্রহণ করেছে। অন্য সময় যারা ক্ষমতায় ছিল, তারা নিজেদের আখের গোছানোয় এতো ব্যস্ত ছিল যে জনকল্যাণের কথা ভাববার সুযোগ পায়নি।’

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সকল প্রতিবন্ধীদের শনাক্ত করেতাদেরকে সুবর্ণ কার্ড দেয়ার ব্যবস্থা করেছেন। আজকে প্রতিবন্ধীরা শতভাগ ভাতা পাচ্ছেন। তাদের শিক্ষা, কর্মসংস্থান, আবাসন, চিকিৎসা ও পূনর্বাসন করে দেওয়া হচ্ছে। আমরা দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে স্মার্ট ক্যান দিচ্ছি, ব্রেইল বই দিচ্ছি। তাদের জন্য পৃথক আইন, সমন্বিত পরিবেশে পড়ালেখার ব্যবস্থা করে দিয়েছি।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

image

Leave Your Comments