পিলখানা হত্যাকাণ্ডের বিচার শেষ হবে দ্রুত: স্বরাষ্ট্রমন্ত্রী

Date: 2024-02-25
news-banner
পিলখানার হত্যাকাণ্ডের বিচার অল্প দিনের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার সকালে বনানীর সামরিক কবরস্থানে পিলখানার শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পিলখানায় একটি বড় হত্যাকাণ্ড হয়েছিল। বিচারের জন্য এগুলোকে একটা শেফে আনতে হবে। তদন্ত সম্পূর্ণ করা একটা বিরাট কর্মকাণ্ড ছিল। এগুলো শেষ হয়েছে। আপনারা দেখেছেন প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচার হয়তো অল্প দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এটা সম্পূর্ণ বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আশা করছি শিগগিরই চূড়ান্ত বিচারটাও আমরা দেখবো।

তিনি বলেন, আমাদের আদালত এখন স্বাধীন, সে অনুযায়ী একটি ন্যায্য বিচার হবে, এটাই আমাদের প্রত্যাশা।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিচারে কারও গাফিলতি নেই। আমি আগেই বলেছি, এটা বিরাট হত্যাকাণ্ড ছিল। সবগুলো সঠিকভাবে তদন্ত শেষে বড় ধরনের বিচারকার্য পারিচালিত হয়েছিল। তাই সময় লেগেছে।

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনপিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনবাহিনী প্রধান ও বিজিবি মহাপরিচালক শ্রদ্ধা জানান। এছাড়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।
image

Leave Your Comments