বিশ্বকাপে না খেললে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের ক্রিকেটাররা : আজহারউদ্দিন

Date: 2026-01-24
news-banner

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে বাংলাদেশের ম্যাচ খেলতে অনীহা নিয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশ যদি ভারতে খেলতে না চায়, তাহলে এর দায় ভারতের নিরাপত্তা ব্যবস্থার ওপর চাপানো ঠিক হবে না।

শনিবার বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আজহারউদ্দিন বলেন, এমন সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ও তাদের খেলোয়াড়রাই।

আজহারউদ্দিন বলেন, ‘বর্তমানে ভারতে একাধিক আন্তর্জাতিক সিরিজ চলছে। কোনো দলই নিরাপত্তা নিয়ে অভিযোগ করেনি। বাংলাদেশ যদি না আসে, তাহলে সেটি তাদেরই ক্ষতি এবং তাদের খেলোয়াড়দেরও ক্ষতি হবে।’

৬২ বছর বয়সী এই সাবেক অধিনায়ক আরো দাবি করেন, ভারতে সফরকারী দলগুলোর জন্য দেশটি নিরাপদ। উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড এখন ভারতে খেলছে এবং দক্ষিণ আফ্রিকাও কিছুদিন আগেই এখানে সিরিজ খেলেছে।

বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)।

তার ভাষায়, ‘বিশ্বকাপের ম্যাচ এভাবে এক দেশ থেকে আরেক দেশে সরানো সহজ নয়। সূচি আগে থেকেই নির্ধারিত থাকে, তাই এখন ম্যাচ স্থানান্তর করা খুবই কঠিন।’

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের পর আইসিসিকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

 

 

image

Leave Your Comments