আগামী ৩ দিন তাপমাত্রা কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

Date: 2024-02-26
news-banner
বসন্তের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী বিভিন্ন স্থানে বৃষ্টিও হয়েছে। তবে আগামী তিন দিনে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই সময়ের মধ্যে সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানানো হয়েছে। 

সোমবার সকালে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিনে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ রাত ও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে। পরবর্তী দুদিনেও তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। 

সিনপটিক অবস্থায় বলা হয়েছে—আজ পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। 

এ দিকে সোমবার ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। 
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজারে ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে গতকাল সর্বোচ্চ পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ৮ মিলিমিটার।
image

Leave Your Comments