বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিতেই হচ্ছে ১৫ শতাংশ আয়কর

Date: 2024-02-27
news-banner
বাংলাদেশের বেসরকারি সব বিশ্ববিদ্যালয়কে আয়ের ওপর ১৫ শতাংশ কর বাধ্যতামূলক করেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই রায় দেন।

হাইকোর্ট বিভাগে রায় দিয়েছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ আয়কর আরোপ করা সরকারি সিদ্ধান্ত অবৈধ। এদিন সেই রায় বাতিল করেছে আপিল বিভাগ।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় দিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

তিনি জানান, ২০১০ সালের ১ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জানায়, পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া সব বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজকে ১৫ শতাংশ আয়কর দিতে হবে। ওই আদেশের পরপরই দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। ‘নো ভ্যাট অন এডুকেশন’ নামে ওই আন্দোলন ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

পরে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর হাইকোর্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর ধার্য করাকে অবৈধ ঘোষণা করে। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ২০২১ সালে আপিল বিভাগ আপিল করে সরকার।
image

Leave Your Comments