মসজিদে নববীতে আগতদের জন্য জরুরি নির্দেশনা

Date: 2024-02-27
news-banner
মসজিদে নববীতে আগতদের জন্য চারটি জরুরি নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক ও এক্স (টুইটার) অ্যাকাউন্টে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মসজিদে নববীতে আগতরা নিজেদের মূল্যবান সময় দুনিয়ারি কথা ও কাজে নষ্ট করবেন না। মসজিদে নববীতে অবস্থানের সময় নিজেকে বেশি বেশি ইবাদতে মগ্ন রাখুন।
‘পবিত্র এই মসজিদের পবিত্রতা রক্ষার্থে এর পরিচ্ছন্নতার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিন। এই মসজিদের সব ব্যবস্থাপনা ও সুবিধা আপনার সেবার জন্য, যেন আপনি একাগ্রতার সঙ্গে ইবাদত করতে পারেন।’

নির্দেশনায় আরও বলা হয়েছে, আগতরা মসজিদের নিরাপত্তা ব্যবস্থায় দায়িত্বরত কর্মী ও সংশ্লিষ্টদের কাজে সহায়তা করুন এবং তাদের নির্দেশনা মেনে চলুন। এতে আপনি কষ্ট থেকে রক্ষা পাবেন এবং ইবাদত পালনের সময় প্রশান্তি লাভ করবেন।

এ ছাড়া মসজিদে নববীতে অবস্থানের সময় নষ্ট না করার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় আরও জানায়, এই জায়গার গুরুত্ব অনুধাবন করে নিজে ধীরস্থিরভাবে ইবাদত পালন করুন এবং অন্যের ইবাদতে বিঘ্নতা সৃষ্টি থেকে বিরত থাকুন।
image

Leave Your Comments