ভাসানচরে সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু

Date: 2024-02-28
news-banner
নোয়াখালীর ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস বিস্ফোরণে দগ্ধ পাঁচ বছর বয়সী শিশু মো. সোহেলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোহেল ভাসানচর ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারের বাসিন্দা আজিজুল হক ও জুবাইদা বেগমের ছেলে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভুঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এ নিয়ে চার রোহিঙ্গা শিশুর মৃত্যু হলো।”

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বলেন, “শিশুটির শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছিল।”

গত শনিবার সকালে নোয়াখালী ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প-৩ এর ৮১ নম্বর ক্লাস্টারে সিলিন্ডারের গ্যাস বিস্ফোরণে পাঁচ শিশুসহ নয় জন দগ্ধ হন। তাদের মধ্যে সাত জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
image

Leave Your Comments