সাজা শেষ হওয়া ১৫৭ বিদেশি নাগরিককে ফেরত পাঠানোর নির্দেশ হাইকোর্টের

Date: 2024-02-29
news-banner
বাংলাদেশের বিভিন্ন কারাগারে সাজার মেয়াদ শেষ হওয়ার পরও বন্দি থাকা ১৫৭ বিদেশি নাগরিককে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী বিভৃতি তরফদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে তিনি আদালতে রিট আবেদন করেছিলেন।

বিভৃতি বলেন, “হাইকোর্ট এদেরকে দ্রুত তাদের নিজ নিজ দেশে প্রেরণ করতে নির্দেশ দিয়েছেন। একজন মানুষকে সাজা ভোগ করার পরও কারাগারে রাখা মানবাধিকারের লঙ্ঘন।”
তিনি জানান, গত ২১ জানুয়ারি কারা অধিদপ্তর থেকে আদালতে পাঠানো এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কারাগারগুলোতে বিভিন্ন অপরাধের সাজা ভোগ শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় ১৫৭ জন কারাবন্দি রয়েছেন।

প্রসঙ্গত, দেশের কারাগারগুলোতে বিদেশি বন্দিদের মধ্যে ১৫০ জন ভারতের, পাঁচ জন মিয়ানমারের ও একজন করে পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন।
image

Leave Your Comments