দুই মামলা থেকেই অব্যাহতি পেলেন খাদিজা

Date: 2024-02-29
news-banner
অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের দুটি মামলা থেকেই অব্যাহতি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

নিউমার্কেট থানায় দায়ের হওয়া মামলা থেকে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আদালত খাদিজাকে অব্যাহতি দেয়। তাঁর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, খাদিজার বিরুদ্ধে আর কোনো মামলা রইল না।

তিনি জানান, এদিন শুনানি শেষে অভিযোগ গঠন করার মতো উপাদান না থাকায় ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত খাদিজাকে অব্যাহতি দেন। তবে এই মামলার আরেক আসামি অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।

২০২০ সালের অক্টোবর মাসে খাদিজাতুল কুবরা এবং অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে কলাবাগান ও নিউমার্কেট থানায় দুটি পৃথক মামলা করে পুলিশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী খাদিজাকে এই মামলাগুলোতে ১৫ মাস কারাগারে থাকতে হয়।
image

Leave Your Comments