পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের 'লুটেরাদের' হটানোর ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Date: 2024-03-02
news-banner
ভারতের পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের 'লুটেরাদের' হটানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

লোকসভা নির্বাচনের আগে শুক্রবার (১ মার্চ) হুগলির আরামবাগে প্রচারণায় এসে এক জনসভায় বক্তৃতাকালে তিনি এই ঘোষণা দেন। আগামী এপ্রিল-মে মাসে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, সন্দেশখালিতে নারীদের ওপর যে অত্যাচার হয়েছে, তা জেনে গোটা দেশ মর্মাহত।

মোদি বলেন, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পৌরসভা নিয়োগ, সব জায়গায় দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস। গরিবদের রেশনে দুর্নীতি, সীমান্ত দিয়ে পশুপাচার, সব কিছুতেই দুর্নীতি করেছে। সেই কারণে তৃণমূলের মন্ত্রীদের ঘর থেকে নোটের পাহাড় বের হচ্ছে। এত বড় নোটের পাহাড় সিনেমাতেও দেখা যায় না।
রাজ্য থেকে তৃণমূলকে হটানোর ডাক দিয়ে তিনি বলেন, ‘‘লুঠনেওয়ালে কো লোটানা হোগা।’’

রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী বেনারকে বলেন, "নির্বাচনের আগে প্রচারে এসে মোদি নারী জাগরণের চেষ্টা করলেন। আগামীতেও তিনি নারীদের বিজেপির দিকে টানার চেষ্টা করবেন।"

তিনি মনে করেন, তৃণমূল নেতাদের ভোগবাদী আচরণের কারণে শুধু সন্দেশখালিতে নয়, রাজ্যের অন্যান্য জায়গায় ভাবমূর্তি যথেষ্ট নষ্ট হয়েছে। ভারতীয় জনতা পার্টি সেই সুযোগ কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে আসন বাড়ানোর চেষ্টা করবে। 
প্রধানমন্ত্রী আগামীকাল শনিবার নদীয়া জেলার কৃষ্ণ নগরে প্রচারণা সভায় অংশ নেবেন। এরপর ৬ মার্চ উত্তর ২৪ পরগণার বারাসতে সভা করবেন।
image

Leave Your Comments