মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

Date: 2023-10-17
news-banner

২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের ফিরতি লেগে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে এ জয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ড পার হলো জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ ফুটবল দল এখন খেলবে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ধাপে।


মঙ্গলবার (১৭ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় দারুণ গোলে শুরুতেই দলকে এগিয়ে দেন রাকিব হোসেন। তবে প্রথমার্ধেই সমতা ফিরে মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের একদশ মিনিটে গোল আদায় করে দলকে প্রথমে এগিয়ে দেন রাকিব। মাঠের বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা ফয়সাল আহমেদ ফাহিম বল বাড়িয়ে দিলে নিখুঁত টোকায় গোল আদায় করে নেন রাকিব। গোল পেয়ে এগিয়ে যাওয়ার উল্লাসে মাতে বসুন্ধরা কিংস অ্যারেনার হাজারো দর্শক।

বিরতিতের পাওয়ার ৯ মিনিট আগে সমতায় ফিরে মালদ্বীপ। ম্যাচের ৩৬তম মিনিটে কর্নার কিক থেকে আসা বল পেয়ে হেড করে দলকে সমতায় ফেরান ইব্রাহিম আইসাম। যদিও বলটি বিপদমুক্ত করতে হেড করেও সফল হতে পারেননি বাংলাদেশের ফাহিম।

সমতায় শেষ হওয়া প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও এগিয়ে বাংলাদেশ। সাদউদ্দিনের জোরালো শট মালদ্বীপ গোলরক্ষক ফিরিয়ে দিলে সোহেল রানার পা থেকে বল পেয়ে যান ফাহিম। এবার আর সুযোগ নষ্ট না করে জাতীয় দলের ফরোয়ার্ড দরকে লিড এনে দেন।


এগিয়ে গিয়ে মালদ্বীপের উপর চাপ অব্যাহত রাখলেও ম্যাচের ৫৯তম মিনিটে ধাক্কা খায় বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সোহেল, ফলে ১০ জনে পরিণত হয় বাংলাদেশ দল। শঙ্কা জাগলেও শেষ পর্যন্ত লিড ধরে রেখে মাঠ ছাড়ে বাংলাদেশ।


এছাড়া বেশ ভালো দুটি সুযোগ নষ্ট হওয়ায় বিরতির আগে লিড বাড়াতে পারেনি বাংলাদেশ। ম্যাচের পঞ্চদশ মিনিটে জামালের ক্রস থেকে বল পেয়ে ফাহিমের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে ক্রসবারের উপর দিয়ে চলে গেলে গোল বঞ্চিত হতে হয়। এছাড়া ২৮তম মিনিটে আবারও হতাশায় পোড়ে বাংলাদেশ। গোলরক্ষককে একা পেয়েও রাকিব গোল আদায় করতে পারেননি।

image

Leave Your Comments