এক ঘণ্টার বেশি সময় পর সচল হলো ফেসবুক-ইনস্টাগ্রাম

Date: 2024-03-06
news-banner
সচল হলো ফেসবুক, ইন্সটাগ্রাম ও মেসেঞ্জার। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০ টা ২২ মিনিটে সচল হয় এই সামাজিক যোগাযোগমাধ্যম। 

এর আগে রাত ৯টার পর থেকে ফেসবুকে লগ–ইন করা যাচ্ছিলো না।

হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছিল না।

অনেকেই নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন। 

বাংলাদেশ ও ভারত ছাড়াও আমেরিকা, ইউরোপ ছাড়াও বিশ্বের অনেক জায়গায় দেখা দিয়েছে এই সমস্যা। রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎ করে সবার মোবাইল বা সিস্টেমে হয়েছে এই সমস্যা। সার্ভারের সমস্যা থেকেই এই বিপত্তি, বলছে সাইবার বিশেষজ্ঞরা। 
 
এর আগে ২০২১ সালে একই ধরনের বিভ্রাট দেখা গিয়েছিল মেটার প্লাটফর্মে। যেখানে একটি কনফিগারেশন সমস্যা কয়েক ঘন্টা ধরে ফেসবুক, ইনিস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপকে প্রভাবিত করে। পরে অবশ্য অল্প সময়ের তা ঠিক হয়ে যায়।
 
এবার হঠাৎ করে ফেসবুক উধাও হয়ে যা্বার পরপরই মেটার কর্ণধার মার্ক জুকারবার্গ এক্স হ্যান্ডেলে জানান, ফেসবুক-ইনিস্টাগ্রাম তথা মেটার সব প্লাটফর্মে ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছে। তিনি সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেন, খুব দ্রুতই সমস্যা কেটে যাবে।
image

Leave Your Comments