ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুললো কলম্বিয়া, আরব দেশগুলো চুপ

Date: 2023-10-17
news-banner
সম্প্রতি গাজায় নির্বিচারে হামলা চালানোয় ইসরায়েলের কড়া সমালোচনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।
গাজায় ইসরায়েলি হামলা নিয়ে যখন অনেকটাই নিশ্চুপ আরব দেশগুলো, তখন এই ইস্যুতে প্রতিবাদ জানিয়ে তেল আবিবের সাথে চরম বিরোধে জড়িয়েছে লাতিন দেশ কলম্বিয়া। 

এর জবাবে দেশটিতে সামরিক সরঞ্জাম রফতানি বন্ধ করার ঘোষণা দেয় ইসরায়েল। কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী অস্ত্রসহ যেসব সামরিক সরঞ্জাম ব্যবহার করে সেগুলোর বেশিরভাগই ইসরায়েল থেকে আমদানি করা। এছাড়া কলম্বিয়ার প্রেসিডেন্টেরও সমালোচনা করা হয়। ইসরায়েলি রাষ্ট্রদূতকে ক্ষমা চেয়ে দেশ ছাড়তে বলেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরায়েলের যুদ্ধবাজ সরকারকে গাজা উপত্যকায় বর্বরতা চালানোর জন্য কঠোর সমালোচনা করার পর কলম্বিয়া ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা দেশটিতে ইসরায়েলের রাষ্ট্রদূত গালি দাগানকে ক্ষমা চেয়ে দেশ ছাড়তে বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লেইভা দাগানকে 'অভদ্র' বলে অভিযুক্ত করেন।

পোস্টে তিনি বলেন, 'সর্বজনীন কূটনীতির ইতিহাস একটি মাইলফলক হিসাবে রেকর্ড করবে প্রেসিডেন্ট গুস্তাভোর প্রতি ইসরায়েলি রাষ্ট্রদূতের নির্বোধ অভদ্রতা। তার অন্তত ক্ষমা চাওয়া উচিত এবং চলে যাওয়া উচিত।' গাজায় ইহুদিবাদী সেনাদের বর্বরতার সমালোচনা ও নিন্দা করে গুস্তাভো পেত্রো বক্তব্য দেন।

তিনি বলেন, ‘আমরা যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি তাহলে ইসরায়েলি কূটনৈতিকদের আমরা এখান থেকে বহিষ্কার করব। আমরা গণহত্যা সমর্থন করি না।’ গাজায় ইসরায়েলের বর্বরতাকে নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।
image

Leave Your Comments