দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অঘটন নেডারল্যান্ডসের

Date: 2023-10-18
news-banner
২৪৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং এ নেমে নিজেদের ইনিংস শেষ হবার ১ বল আগে ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এর ফলে বৃষ্টি আইনে ১৩ রানে এক অবিস্মরনীয় জয় পায় ডাচরা।

লক্ষ্যটা সেই অর্থে খুব বড় না হলেও তা পূরণ করতে পারল না দক্ষিণ আফ্রিকা। ২৪৫ রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের কাছে ধরাশায়ী হয়ে গেছে দলটি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের ধর্মশালায় মঙ্গলবার খেলা শুরুর ঘণ্টা দুয়েকের মতো দেরি হয়ে যায়৷ টস জিতে শুরুতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা৷

খেলা হয় ৪৩ ওভারে। ৮ উইকেট হারিয়ে ২৪৫ রান করে নেদারল্যান্ডস। পরে ব্যাটিংয়ে নেমে ধীরে এগোতে থাকে দক্ষিণ আফ্রিকা। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি ক্রিকেটের চোকার্স খ্যাত দলটি।

নিজেদের ইনিংস শেষ হবার ১ বল আগে ২০৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এর ফলে বৃষ্টি আইনে ১৩ রানে এক অবিস্মরনীয় জয় পায় ডাচরা।

চলমান বিশ্বকাপে দু দলেরই নিজেদের তৃতীয় ম্যাচ ছিল এটি।

এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে জয় পায় দক্ষিণ আফ্রিকা। আজ হ্যাটট্রিক জয়ের লক্ষ্য ছিল প্রোটিয়াদের।

অন্যদিকে এর আগে দুটি ম্যাচ খেলে একটিতেও জেতেনি নেদারল্যান্ডস। এই ম্যাচ দিয়ে প্রথম জয়ের খোঁজ পেল ডাচরা।

নেদারল্যান্ডসকে হারাতে পারলেই বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠত দক্ষিণ আফ্রিকা।

অঘটন ঘটিয়ে এবারের বিশ্বকাপ শুরুর লক্ষ্য ছিল নেদারল্যান্ডসের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচেই ৮১ রানের হার বরণ করে নেয় ডাচরা। পাকিস্তানের ২৮৬ রানের টার্গেটে ২০৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

পরের ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গেও লড়াই করতে পারেনি নেদারল্যান্ডস। কোনোমতে ১শর নিচে হারের ব্যবধান নামিয়ে আনতে পারে। নিউজিল্যান্ডের ৩২২ রানের জবাবে ২২৩ রান পর্যন্ত যেতে পারে তারা। ৯৯ রানে ম্যাচ হারে ডাচরা।

দক্ষিণ আফ্রিকা দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরার্ল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, এনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকুওয়াও, কাগিসো রাবাদা, তাবরিজ শামসি, রাসি ভ্যান ডার ডুসেন ও লিজার্ড উইলিয়ামস।

নেদারল্যান্ডস দল: স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডে, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারু, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।

• 
image

Leave Your Comments