রমজানে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা, নিহত ৭

Date: 2024-03-12
news-banner
পবিত্র রমজান মাসের মধ্যেও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন কমেনি এতটুকু। সর্বশেষ রমজানের দ্বিতীয় দিনে গাজা উপত্যকায় ত্রাণ নিতে জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষের ওপর আবারও হামলা চলিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত ৭ জন নিহত হওয়ার খবর জানা গেছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন।

এদিকে রোববার (১০ মার্চ) চাঁদ রাতেও গাজার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে স্থল ও আকাশপথে হামলা চালায় ইসরায়েল। এতে গাজা সিটিতে ১৩ জন ও খান ইউনিসে ১৭ জন নিহত হন। এরপরই বিবৃতি দেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি।

যেখানে তিনি বলেন, ‘মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির যেসব শর্ত দিয়েছিল, হামাস সেসবের বিপক্ষে। তাই বর্তমানে গাজায় ইসরায়েলি বাহিনীর যে সর্বাত্মক অভিযান চলছে, তা রমজানেও অব্যাহত থাকবে। ’

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলেই আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩১ হাজার ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী। ৫ মাসেরও বেশি সময় ধরে চলা এই ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছেন ৭২ হাজার ৬৫৪ জন বাসিন্দা।
image

Leave Your Comments