শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Date: 2024-03-13
news-banner
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সংক্ষিপ্ত সংস্করণে সিরিজ খোয়ানোর পর এবার ওয়ানডেতে লঙ্কানদের মুখোমুখি টাইগাররা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। 
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই টসে হেরেছিল শ্রীলঙ্কা। অবশেষে আজ টস ভাগ্য সহায় হয়েছে সফরকারীদের। 

এদিকে দুই দলের মুখোমুখি পরিসংখ্যান কথা বলছে শ্রীলঙ্কার হয়েই। এখন পর্যন্ত ৫৪টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। যেখানে ৪২ টিতে জিতেছে লঙ্কানরা। অন্যদিকে টাইগারদের জয় ১০ ম্যাচে। আর ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিলো লঙ্কানরা। তার আগে বাংলাদেশের বিপক্ষে সবগুলো সিরিজই জিতেছে শ্রীলঙ্কা।

তবে সম্প্রতি টি-টোয়েন্টি সিরিজটা কেটেছে চমৎকার। সিরিজ হারলেও বাংলাদেশ দলের পারফরম্যান্স মন জুগিয়েছে সবার। আশার পালে দিয়েছে হাওয়া। গত ওয়ানডে বিশ্বকাপ কেটেছে দুঃস্বপ্নের মতো। এরপর নিউজিল্যান্ড সিরিজে ঘুরে দাঁড়ায় নাজমুল হোসেন শান্তর দল। লঙ্কানদের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যয় বাংলাদেশের নতুন অধিনায়ক শান্তর কণ্ঠে।

শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে পারফর্ম করতে প্রস্তুত। আমরা সিরিজ হেরেছি। তবে, একটি ম্যাচ জিতলে সব আবার ঠিক হয়ে যাবে। আমরা সবসময় দেশের মানুষকে সেরাটা দিতে চাই, তাদের খুশি রাখতে চাই।’

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।
শ্রীলঙ্কা একাদশ 
পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা

image

Leave Your Comments