রাফাহ'র ত্রাণকেন্দ্রে ইসরায়েলের হামলায় জাতিসংঘের কর্মীসহ নিহত ৫

Date: 2024-03-14
news-banner
ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী রাফাহ নগরীর একটি ত্রানকেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় সংস্থাটির একজন কর্মীসহ ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন কমপক্ষে ২২ জন।

সংস্থাটি জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে সীমান্তবর্তী রাফাহ নগরীর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় সংস্থাটির একজন কর্মীসহ ৫ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। এ বিষয়ে ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইনকে প্রকাশ্যেই উপেক্ষা করে জাতিসংঘের এই সংস্থার ত্রাণকেন্দ্রগুলোতে ইসরায়েলের হামলা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া উচিত। 

গাজার শাসকগোষ্ঠী হামাস পরিচালিত স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় ৫ জন নিহত হয়েছে। তবে এই হামলার বিষয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনী কোনও মন্তব্য করেনি।
image

Leave Your Comments