৬৪ জেলাতেই প্রদর্শন করা হবে ‘মুজিব : একটি জাতির রূপকার’

Date: 2023-10-18
news-banner
মো: ওমর  ফারুক  শাওন ।  প্রতিবেদক - JARNEWS.NET

বাংলার  ঐতিহাসে  একজন  অবিসংবাদিত  নেতা,  নিপড়ীত  জনগোষ্টীর স্বাধীনতা স্বপ্নদষ্টার জীবন সংগ্রাম এবং একই সাথে যে চলচ্চিত্রে জড়িয়ে আছে একটি জাতির করুণ ইতিহাস  ‘মুজিব : একটি জাতির রূপকার’।

জাতির  পিতা  বঙ্গবন্ধু  শেখ  মুজিবুর  রহমানের  জীবনীর  ওপর  নির্মিত  বায়েপিক  মুজিবএকটি  জাতির  রূপকার’  চলচ্চিত্রটি  সকল  জেলাতেই  প্রদর্শন  করবে  তথ্য    যোগাযোগ  প্রযুক্তি  বিভাগ।  বাংলাদেশ  সরকারের   তথ্য    যোগাযোগ  প্রযুক্তি  প্রতিমন্ত্রী  জুনাইদ  আহমেদ  পলক  রাজধানীর  যমুনা  ফিউচার  পার্কের  ব্লকবাস্টার  সিনেমা  হলে  গত  রবিবার  রাতে  ছবিটি  দেখা  শেষে  সাংবাদিকদের  এই  বিষয়ে  অবগত  করেন।

একই   সময়ে   ঐতিহাসিক   ছবিটি  দেখেছেন  বাংলাদেশ  হাইটেক  পার্ক  কর্তৃপক্ষের  ব্যবস্থাপনা  পরিচালক  জিএসএম   জাফরউল্লাহটেকনলজি  মিডিয়া   গিল্ড  বাংলাদেশের  (টিএমজিবিসভাপতি  কাউছার উদ্দিন, বাংলাদেশ  আইসিটি  জার্নালিস্ট  ফোরামের  সভাপতি  নাজনীন  নাহার    তথ্যপ্রযুক্তি    বিনোদন   সাংবাদিকরা।

ছবি  দেখা  শেষে  সাংবাদিকদের  আবেগ  আপ্লুত  হয়ে  জুনাইদ  আহমেদ  পলক  বলেনআমি  মনে  করি  এই  চলচ্চিত্রটি  আমার  মতোই  তরুণ  প্রজন্মকে  আবেগ  তাড়িত  করবে।  তারা  বঙ্গমাতা  ও  বঙ্গবন্ধুর  বিষয়ে  অনেক  অজানা  তথ্য  জানতে  পারবে। 

১৭৮  মিনিটের  এই  চলচ্চিত্রে  পাঁচ  দশকের  ইতিহাস  তুলে  ধরায়  আমি  শ্যাম  বেনেগালকে  ধন্যবাদ  জানাই।  তিনি  এত  অল্প  সময়ের  মধ্যে  একেবারে  সাদামাটাভাবে  বঙ্গবন্ধুর  শৈশবকৈশরধাপে  ধাপে নেতৃত্ব  গড়ে  ওঠাছাত্রনেতা  থেকে  জাতীয়  নেতাএমপি  থেকে  মন্ত্রীতারপরে  অবিসংবাদিত  নেতাঅপরিহার্য  নেতাবঙ্গবন্ধুজাতির  পিতা  হিসেবে  তুলে  ধরা  অসামান্য  ব্যাপার  কঠিন  ইতিহাসকে  সহজ  করে  তুলে  ধরেছেন।

 যারা   অভিনয়   করেছেন  এক  কথায়  অসাধারণ।  এটি  বাংলা  চলচ্চিত্রের  ইতিহাসে  অনবদ্য  সৃষ্টি।  আমি  মনে  করি  এই  ছবিটি  যদি  একজন  বাঙালি  দেখে  তাহলে  সে  বাংলাদেশকে  আরো  বেশি  ভালোবাসতে  শিখবে
image

Leave Your Comments