চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আবু তাহের

Date: 2024-03-20
news-banner
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৯তম ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও ইউজিসি সদস্য ড. মো. আবু তাহের। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিয়ে বিষয়টি জানায়। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ১২(২) ধারা অনুযায়ী সাময়িক সময়ের জন্য ড. মো. আবু তাহেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের ১৮তম এবং প্রথম মহিলা ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. শিরীণ আখতার।

উল্লেখ্য, কর্মজীবনের শুরুতে অধ্যাপক আবু তাহের ১৯৮৫ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। পরে চাকরিতে ইস্তফা দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ২০০৪ সালে উক্ত বিভাগে অধ্যাপক পদে উন্নীত হন।
image

Leave Your Comments