স্পেনের বিপক্ষে কলম্বিয়ার ঐতিহাসিক জয়

Date: 2024-03-23
news-banner
গেল বছরের দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখল কলম্বিয়া। স্পেনের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে আগে যা করতে পারেনি তারা, তাই করে দেখাল তারা। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল লাতিন আমেরিকার দলটি।

লন্ডন স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচে ১-০ গোলে জিতেছে কলম্বিয়া। একমাত্র গোলটি করেছেন দানিয়েল মুনোস।

শুক্রবার (২২ মার্চ) রাতের প্রীতি ম্যাচে প্রথমার্ধে গোল শূন্য সমতা কর দুই দল। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে গোল পেয়ে যায় কলম্বিয়া। লিভারপুলে খেলা কলম্বিয়ান তারকা লুইস দিয়াজের পাস ধরে গোল করেন ক্রিস্টাল প্যালেসের রাইট ব্যাক ড্যানিয়েল মুনোজ। ওই গোলের হাসি নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।

পুরো ম্যাচে কলম্বিয়া ইউরোপের জায়ান্ট দল স্পেনের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে। বলের দখলে যেমন ডে লা ফুয়েন্তের দল খুব পিছিয়ে ছিল না। তেমনি আক্রমণেও সমানে সমান ছিল কলম্বিয়া। বলতে গেলে স্পেনের ফুটবল কৌশল মার খেয়েছে কলম্বিয়ার স্প্যানিশ কোচ লুয়েন্তের কাছে।

ম্যাচে কলম্বিয়া ৪২ ভাগ বল পায়ে রেখে খেলেছে। সফল পাসের ক্ষেত্রেও স্পেনের কাছাকাছি ছিল তারা। স্পেন মোট আক্রমণ করেছে ১৩টি। যদিও এর মধ্যে মাত্র তিনটি শট তারা পোস্টে রাখতে পেরেছিল। অন্য দিকে সাতবার আক্রমণ তুলে পাঁচবার স্পেনের গোলরক্ষক ডেভিড রায়াকে পরীক্ষা নিয়েছেন কলম্বিয়ানরা। সব মিলিয়ে লন্ডনে আকর্ষণীয় ম্যাচ দেখেছে দর্শকরা।
image

Leave Your Comments