বাইডেনের সঙ্গে আরব নেতাদের বৈঠক বাতিল

Date: 2023-10-18
news-banner

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলায় ৫ শতাধিক মানুষকে হত্যার ঘটনায় ইসরায়েল সফরে বের হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেসসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

মঙ্গলবার (১৭ অক্টোবর) গাজার আল-আহলি হাসপাতালে গোলাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। একে কাপুরুষোচিত যুদ্ধাপরাধ বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি সাফ জানিয়ে দেন, যুদ্ধ বন্ধ ছাড়া আর কোন কথা হবে না। 

এদিকে, অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ মানবাধিকার কামিশন। একে নজিরবিহীন অপরাধ বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর হিউম্যান রাইটস্ ওয়াচের মতে, ইসরায়েলের প্রতি অবাধ সমর্থনের মাশুল এটি। এমন অবস্থায়  মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইসরায়েল সফর পরবর্তী জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সাথে বৈঠকটি বাতিল হয়েছে। একই পদক্ষেপ নিয়েছে মিশর ও ফিলিস্তিন।
image

Leave Your Comments