মো: ওমর ফারুক শাওন । প্রতিবেদক- JARNEWS.NET
অধিকাংশ মানুষ জানেন না খাওয়াদাওয়ার নির্দিষ্ট সময়সূচি যখন মন চায় খেতে অভ্যাস্ত আমরা। একেক দিন ভিন্ন ভিন্ন একেক সময়ে খেতে ব্যাস্ত আবার কোন সময় কয়েক বেলা বাদও পড়ে যায়। এ ধরনের খাদ্যাভ্যাসের নানা সমস্যা তৈরি হয়ে তাকে আর তাই সাম্প্রতিক কালে বিজ্ঞানীরা বলেন, কেবল ‘কী’ খেলাম সেটাই সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং ‘কখন’ খেলাম—সেটাও সমান গুরুত্ব বহন করে।
শরীরের হজম প্রক্রিয়া, বিপাকক্রিয়া, রুচি, খিদে নিয়ন্ত্রণের কাজে নানা রকমের হরমোন ও রাসায়নিক উপাদান কাজ করে থাকে। এসব রাসায়নিক নিঃসরণের একটি ছন্দ আছে, যা দিন-রাতের সময়সূচি দ্বারা গঠিত। একই নিয়ম মেনে চলে পরিপাকতন্ত্রের নানা অম্ল বা অ্যাসিড, রাসায়নিক উপাদান এবং এনজাইম বা উৎসেচকগুলোও। বিশৃঙ্খল খাদ্যাভ্যাস এই সুসংহত সুশৃঙ্খল ছন্দকে ব্যাহত করে।
গবেষণায় উঠে আসে যে বিশৃঙ্খল খাদ্যাভ্যাস ওজন বৃদ্ধি, টাইপ-টু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। আবার সময়মতো না খেলেও নির্দিষ্ট সময়ে কিন্তু ঠিকই পাচক রস, অম্ল ইত্যাদি নিঃসৃত হয়ে যায়। ফলে বদহজম হয়, অ্যাসিডিটি হয়। ঠিকঠাক পরিপাক না হলে ভিটামিন-খনিজের অভাব দেখা দিতে পারে।