চট্টগ্রাম টেস্টে ৩ উইকেটে ২০৫ রান নিয়ে দ্বিতীয় দিনের চা-বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ বিকেল এসে ব্যাটিং ধসে ৩০ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ৮৬ রান তুলতে পারে বাংলাদেশ। ২৫৯ থেকে ২৭৯-এই ২০ রানের মধ্যেই চার চাটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় টাইগাররা। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এখন তাদের লিড ৬৪ রানের। উইকেটে আছেন মেহেদী হাসান মিরাজ ১৬ আর তাইজুল ইসলাম ৫ রান নিয়ে।
বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন, যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ রানের লিড এনে দিয়েছে। সাদমানের অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ৬৪ রানের লিড পেয়েছে।
সাদমান ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যান। তার ইনিংসে ছিল অনেক সতর্ক ও সঠিক শট, এবং তার স্ট্রাইক রোটেশনও ছিল প্রশংসনীয়। সাদমানের এই সেঞ্চুরি বাংলাদেশ দলের জন্য আত্মবিশ্বাসী মুহূর্ত সৃষ্টি করেছে, যা এই টেস্টের পক্ষে বড় একটি সুবিধা হতে পারে।
বাংলাদেশের প্রথম ইনিংসে সাদমান ছাড়া অন্যান্য ব্যাটসম্যানরাও উল্লেখযোগ্য রান সংগ্রহ করতে পারলেও, সাদমানের সেঞ্চুরি এককভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।