ফেনীর পরশুরামে একই এলাকা দুটি সিএনজি চুরি

Date: 2025-04-29
news-banner
ফেনীর পরশুরামে একই এলাকা থেকে গতকাল রাতে দুটি সিএনজি চুরি হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নে দক্ষিণ গুথুমা গ্রামে চুরির ঘটনা ঘটেছে। চালকরা জানান, পরশুরাম বাজারে বিভিন্ন এলাকায় গাড়ি চালিয়ে রাতে নিজ বাড়িতে গাড়ি রেখে দেন। চোরের দল ঘরের তালা ভেঙ্গে পৃথক স্থান থেকে সিএনজি দুটি চুরি করে নিয়ে যায়।
জানা যায়,সোমবার দিবাগত রাতে পরশুরাম উপজেলার  দক্ষিণ গুথুমা আসসালাম মৌলভী বাড়ি থেকে মোঃ আজিমের একটি এবং একই গ্রামের নোয়াপাড়া গঠন সাহেবের বাড়ি থেকে মোহাম্মদ জাহাঙ্গীরের আরো একটি সিএনজি চুরি হয়।

সিএনজিচালক জাহাঙ্গীর, স্থানীয় এনজিও থেকে কিস্তিতে টাকা নিয়ে সিএনজি ক্রয় করেছিলেন। গাড়ি চালিয়ে যে টাকা আয় হয় তা দিয়ে সংসার চালাতেন। সিএনজি চালিয়ে তাদের সন্তানের লেখাপড়া, পরিবারের ভরণ পোষণ এবং জীবিকা নির্বাহ করতেন। 
image

Leave Your Comments