চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচে দারুণ পারফরম্যান্স করেছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়ে মাত্র ২২৭ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ, যার মধ্যে তাইজুল একাই ৬ উইকেট শিকার করেন।
এই পারফরম্যান্স তাইজুলের টেস্ট ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায়। তার ঘূর্ণিতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা একের পর এক ফিরে যান। বল হাতে তার নিয়ন্ত্রিত বোলিং এবং ধারাবাহিক লাইন-লেন্থ জিম্বাবুয়ের ব্যাটারদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল।
জিম্বাবুয়ে ইনিংসে ধস নামানোর মঞ্চটা গড়ে দেন নাঈম। ক্রেইগ আরভিন (৫) ও ভোগাতে থাকা শন উইলিয়ামসকে (৬৭) ফিরিয়ে মোমেন্টাম পাইয়ে দেন তিনি। তার পর জিম্বাবুয়ের ব্যাটিংয়ের লেজ উন্মুক্ত করে দেন তাইজুল। শেষ পর্যন্ত ৬০ রানে ৬ উইকেট নিয়েছেন এই বামহাতি স্পিনার। ৪২ রানে দুটি নিয়েছেন অফস্পিনার নাইম। একটি নিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।