জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার শ্রদ্ধা

Date: 2024-03-26
news-banner
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক।

মঙ্গলবার ভোর পাঁচটা ৫৬ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। কিছু সময় নীরবতা পালন করেন তারা। বিউগলে বাজানো হয় করুণ সুর। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

শ্রদ্ধা নিবেদনের পর পরিদর্শন বইয়ে সই করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজা। রাজার সঙ্গে উপস্থিত ছিলেন ভুটানের রানি জেৎসুন পেমা।  

পরে মন্ত্রিসভার সদস্য ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারো শহীদ বেদীতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি। 

এরপর একে একে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ডেপুটি স্পীকার, তিন বাহিনীর প্রধান, ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা।

image

Leave Your Comments