চট্টগ্রামে বায়েজিদে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

Date: 2024-03-29
news-banner
চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল মোড় এলাকায় জুতা তৈরির কারখানায় লাগা আগুন ১ ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।

ফায়ার সার্ভিস জানিয়েছে,  বায়েজিদে জুতার কারখানায় আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ৪০ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে জানা যাবে।

স্থানীয়রা জানান, কারখানার দ্বিতীয় তলায় মেশিন রুমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে তারা খবর দেন কর্মীরা।

কারখানা ভবনটিতে জুতা তৈরির জন্য অসংখ্য টায়ার ও টিউব মজুত করা ছিল বলে কারখানাটির কর্মীরা জানিয়েছেন।
image

Leave Your Comments