লেবাননে জাতিসংঘ মিশনের গাড়িতে ইসরায়েলের বিমান হামলা, আহত ৩

Date: 2024-03-31
news-banner
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় জাতিসংঘের তিনজন কর্মকর্তা আহত হয়েছেন। লেবাননের দুটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
লেবাননের দক্ষিণাঞ্চলে পর্যবেক্ষণে যায় জাতিসংঘের ওই তিন পর্যবেক্ষক। তবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের গাড়িতে হামলার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল।

এদিকেই উনিফিল কিংবা জাতিসংঘের কারিগরি পর্যবেক্ষক মিশন ইউএনটিএসও এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

লেবানের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহতের পাশাপাশি আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন।

এর আগে, গত বছরের নভেম্বরে ইউনিফিল জানায়, দক্ষিণ লেবাননে ইউনিফিলের একটি গাড়ি ইসরায়েলি গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ঘটনায় কোনো হতাহত হয়নি।
গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি ভূখণ্ড ও সামরিক চৌকি লক্ষ্য করে প্রতিদিনই রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
image

Leave Your Comments