বড় হারে হোয়াইটওয়াশের লজ্জায় বাংলাদেশ

Date: 2024-04-03
news-banner
চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ১৯২ রানে জিতেছে শ্রীলঙ্কা। যার ফলে সফরকারিদের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পুড়তে হলো বাংলাদেশকে। 

৫১২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে টাইগারদের হয়ে ফিফটি হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ।  তার ফিফটিতে জয়ের অপেক্ষা আরও একটু বেড়েছিল লঙ্কানদের। মিরাজ ছাড়াও এই ইনিংসে লড়াই করেছিলেন আরেক বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। যদিও এই দুই ব্যাটারের ফিফটি শুধু হারের ব্যবধানই কমিয়েছে টাইগারদের। 

এর আগে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দায়িত্বহীন ব্যাটিং করে ফেরেন তিন টপঅর্ডার। ওপেনিংয়ে ৩৭ রানের ছোট জুটি করার পর বোকার মতো বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান মাহমুদুল হাসান জয়। লঙ্কান স্পিনার প্রবাধ জয়সুরিয়াকে পেছনে নেমে কাট করতে গেলে সরাসরি ভেঙে যায় জয়ের স্টাম্প। ৩২ বলে ২৪ রান করেন তিনি।

কিছুক্ষণ পরই জয়ের দেখানো পথে হাঁটেন জাকির হাসানও। খোঁচা মেরে স্লিপে ক্যাচ তুলে উইকেট বিলিয়ে আসলেন এই বাঁহাতি ব্যাটার। ৩৯ বল খেলে মাত্র ১৯ রান করেন জাকির।

তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৪৩ রানের একটি জুটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে জুটিটি বেশি লম্বা হয়নি শান্তর ২০ রানে ফিরে যাওয়ার কারণে। পেসার লাহিরু কুমারার বলে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক।

এরপর বলতে গেলে একাই লড়াই চালিয়ে গেছেন মুমিনুল হক। হাঁকিয়েছেন ফিফটি। প্রবাথ জয়সুরিয়ার বলে লাহিরু কুমারার হাতে ক্যাচ হওয়ার আগে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৬ বলে ৫০ রান করেন তিনি। এররপর সাকিব আল হাসান আর লিটন দাস লড়াই করার চেষ্টা করেন। তবে দুজনই সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি। সাকিব করেন ৩৬, লিটন ৩৮ রান। এরপর ১৫ করে কামিন্দু মেন্ডিসের বলে এলবিডব্লিউ হন শাহাদাত হোসেন দিপু।

শেষের দিকে হারের ব্যবধান কমান মিরাজ, খেলেন ৮১ রানের এক অপরাজিত ইনিংস। যদিও শেষমেশ পার্টনারের অভাবে সেঞ্চুরি করতে পারেননি। যার ফলে দলীয় ৩১৮ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা প্রথম ইনিংস : ৫৩১/১০

বাংলাদেশ প্রথম ইনিংস : ১৭৮/১০

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস : ৪০ ওভারে ১৫৭/৭ ডিক্লে.

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৮৫ ওভারে ৩১৮/১০ (জয় ২৪, জাকির ১৯, শান্ত ২০, মুমিনুল ৫০, সাকিব ৩৬, লিটন ৩৮, দিপু ১৫, মিরাজ ৮১*, তাইজুল ১৪, হাসান ৬, খালেদ ২; বিশ্ব ১০-০-৩৯-১, ফার্নান্দো ১৫-২-৬২-০, কুমারা ১৫-৩-৫০-৪, প্রভাত ২৭-২-৯৯-২, ডি সিলভা ৮-২-২৫-০, কামিন্দু ১০-০-৩২-৩)
image

Leave Your Comments