সংসদ ভবনের ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অংশ নিতে পারবেন সাধারণ মুসল্লীরাও

Date: 2024-04-09
news-banner
বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় (টানেলের নিচে) পবিত্র ঈদ-উল ফিতরের নামাজের জামাত সকাল ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঈদের এই জামাত সাধারণ মুসল্লীদের জন্যও উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবনে অনুষ্ঠিত ঈদের এই জামাতে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীরা অংশ নিবেন। এদিন সাধারণ মুসল্লীদেরও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে ঈদের জামাত অংশ নেওয়ার সুযোগ । জামাতে আগ্রহী মুসল্লীগণকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হলো। 
image

Leave Your Comments