হুমায়ুন আজাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Date: 2024-04-09
news-banner
প্রথাবিরোধী লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট-এটিইউ।

মঙ্গলবার সকালে এটিইউ’র অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই জানান, গ্রেপ্তার জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীম ২০০৪ সালে বাংলা একাডেমির বইমেলা চলাকালে অধ্যাপক হুমায়ুন আজাদের উপর সরাসরি হামলা করেছিলেন। 

তিনি বলেন, জেএমবি নেতা সাবু চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে, গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অধ্যাপক আজাদ জার্মানিতে মারা যান।

এ বিষয়ে বিস্তারিত তথ্য আজ দুপুরে এটিইউ’র কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি। আলোচিত এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি সালেহীন ওরফে সালাউদ্দিন ওরফে সজীব ওরফে তাওহিদ এখনও পলাতক। হুমায়ুন আজাদ হত্যা মামলায় চার জঙ্গির ফাঁসির রায় এসেছিল। শুরু থেকেই নূর মোহাম্মদ ওরফে শামীম পলাতক ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, দণ্ডিতদের মধ্যে কারাগারে আছেন জেএমবির শুরা সদস্য মিজানুর রহমান মিনহাজ ওরফে শফিক ওরফে শাওন এবং আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ।
image

Leave Your Comments