রাখাইনে চলমান সংঘর্ষে বাংলাদেশে আরও ২৬ বিজিপি সদস্যের আশ্রয়

Date: 2024-04-16
news-banner
বিদ্রোহীদের হামলার মুখে জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ২৬ সদস্য। সর্বশেষ মঙ্গলবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে ১০ জন বাংলাদেশে প্রবেশ করেন। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুই দফায় নতুন করে ১৪ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। ভাষা সংক্রান্ত জটিলতা থাকায় আমরা তাঁদের পূর্ণ পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। তবে যেটুকু তথ্য সংগ্রহ করেছি, তাতে তাঁরা সবাই মিয়ানমারের বর্ডার পুলিশের সঙ্গে যুক্ত। তাঁরা আমাদের হেফাজতে রয়েছেন, আমরা সীমান্তে সর্তক অবস্থানে রয়েছি।”

মঙ্গলবার দুপুরে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, নতুন করে বান্দরবান সীমান্ত দিয়ে কিছু বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

রাখাইনে চলমান সংঘর্ষে গত ফেব্রুয়ারিতে দেশটির সেনাসহ ৩৩০ জন বিজিপির সদস্য বাংলাদেশে আশ্রয় নেন। পরে গত ১৫ ফেব্রুয়ারি তাঁদেরকে আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়। এছাড়া গত ১১ মার্চ নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছিলেন ১৭৯ জন মিয়ানমার বিজিপি সদস্য। তাঁদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
image

Leave Your Comments