মানবিক সহায়তা পৌঁছাতে সীমান্ত খুলছে মিশর

Date: 2023-10-19
news-banner
গাজায় মানবিক ত্রাণ সহায়তা পৌঁছাতে রাফাহ ক্রসিং সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশর। ২০ ট্রাক মানবিক সাহায্যের অনুমতি দিয়ে প্রাথমিকভাবে এই ক্রসিং খুলতে সম্মত হয়েছে দেশটি। খবর বিবিসির। 

এর আগেই গাজা পার্শ্ববর্তী মিশরের রাফাহ সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এখন বিষয়টি নিশ্চিত করে আনুষ্ঠানিক ঘোষণা দিল মিশর। 

দেশটি জানিয়েছে, গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে তারা একটি 'টেকসই' সাহায্য করিডর খুলে দিতে সম্মত হয়েছে।

মিশরের প্রেসিডেন্টের মুখপাত্র আহমেদ ফাহমি এক বিবৃতিতে বলেছেন, "মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফাহ টার্মিনালের মাধ্যমে গাজা উপত্যকায় টেকসই মানবিক সহায়তা প্রদানের বিষয়ে সম্মত হয়েছেন।"

তবে, কবে থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি মুখপাত্র।

দুই নেতার মধ্যে কথোপকথনের এক বিবরণে বলা হয়েছে, এই সহায়তা জাতিসংঘের তত্ত্বাবধানে বিভিন্ন আন্তর্জাতিক মানবিক গোষ্ঠী ও দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা সমন্বয় করা হবে।
image

Leave Your Comments