৫০ বছর পার করেও মুখর চট্টগ্রামের নাট্যাঙ্গন

Date: 2023-02-13
news-banner
স্বাধীনতা উত্তর বাংলাদেশের স্বর্ণফসল গ্রুপ থিয়েটার। সংগ্রামসৃষ্টি ও সৃজনশীলতায় চট্টগ্রামে গ্রুপ থিয়েটার চর্চার ৫০ বছর পূর্ণ হতে চলেছে। ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে গ্রুপ থিয়েটার চর্চার আনুষ্ঠানিক সূত্রপাত হয়েছিল থিয়েটার’৭৩ প্রযোজিত নাটক ‘ম্যাসাকার’ ও ‘স্পার্টাকাস বিষয়ক জটিলতা’ মঞ্চায়নের মাধ্যমে। সব সময়ই থিয়েটার কর্মীদের কঠিন সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়নানা সংকট মোকাবেলা করে থিয়েটার করতে হয়। প্রতিকূল স্রোতের ভেতর দিয়ে এগিয়ে চলেছে চট্টগ্রামের নাট্য আন্দোলনআরো নির্দিষ্ট করে বললে চট্টগ্রামের মঞ্চ নাটক। সূচনা পর্বটা তাই কঠিন সংগ্রামের ছিল ঠিকইকিন্তু সৃজনের ছিল। সেই গৌরবোজ্জ্বল ক্ষণ উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম আজ ১৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে ‘চট্টগ্রামে গ্রুপ থিয়েটার চর্চার ৫০ বছর’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। তার আগে বিকেল ৫টায় আনন্দ শোভাযাত্রা জেলা শিল্পকলা একাডেমি থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হবে।

এরপর আর্ট গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বিভিন্ন মঞ্চ নাটকের ভিজুয়্যাল প্রদর্শনীস্মৃতিকথা। এতে অংশগ্রহণ করবেন নাট্য ব্যক্তিত্ব শিশির দত্তশাহ আলম নিপুডামনতোষ ধরমিলন চৌধুরী ও রবিউল আলম।
image

Leave Your Comments