শক্তিশালী ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Date: 2023-10-19
news-banner
চলমান ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় আড়াইটায় শুরু হবে ম্যাচটি। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। সাকিবকে নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ পর্যন্ত তারকা এই ক্রিকেটারকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন নাজমুল হোসেন শান্ত। 

সাকিবের পরিবর্তে বাংলাদেশের একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। অন্যদিকে, আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে রোহিত শর্মার দল। 

পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে ভারত। এখন পর্যন্ত ওয়ানডেতে ৪০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে ভারতের জয় ৩১ টিতে ও বাংলাদেশ জিতেছে ৮ টিতে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। বিশ্বকাপে কেবল একবার ভারতকে হারাতে পেরেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।

ভারত একাদশ

রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ।

image

Leave Your Comments