বাইডেনের পর এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যাচ্ছেন ইসরায়েলে। দুদিনের মধ্যপ্রাচ্য সফরে বৃহস্পতিবার সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগের সঙ্গে বৈঠক করবেন তিনি।
এই দুই দিনের সফরে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ সফর করার কথা রয়েছে।
ডাউনিং স্ট্রিট বলছে, হামাসের নৃশংশ সন্ত্রাসী হামলার জন্য ইসরায়েল এবং গাজায় প্রাণহানির জন্য তিনি শোক প্রকাশ করবেন বলে জানা গেছে। পাশাপাশি গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দিতে অনুরোধ করবেন।
এছাড়া আটকেপড়া ব্রিটিশ নাগরিকরা যাতে নিরাপদে ফিলিস্তিনি থেকে বের হয়ে আসতে পারে সে বিষয়েও আলোচনা করবেন বলে জানা গেছে।
এরইমধ্যে বুধবার মিশরের প্রেসিডেন্টর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য মিশরের রাফা সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
এদিকে হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের একাধিক সামরিক চৌকিতে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। পরে ইসরায়েলের সামরিক বাহিনী লেবানন ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করেছে। হিজবুল্লাহ দাবি করেছে, দক্ষিণ লেবাননে তাদের দুই যোদ্ধা নিহত হয়েছেন।