তীব্র গরমের মধ্যে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

Date: 2024-05-02
news-banner
দীর্ঘ দাবদাহে পুড়তে থাকা চট্টগ্রাম নগরবাসী অবশেষে স্বস্তির বৃষ্টির দেখা পেয়েছেন।। বৃহস্পতিবার (২ মে) সকাল আটটার দিকে চট্টগ্রামে এই কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হয়। এতে জনজীবনে কিছুটা স্বস্তি এলেও চট্টগ্রামে বিশ মিনিট পরেই আবার রোদের দাপট শুরু হয়।

অন্যদিকে বৃষ্টি হয়েছে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতেও। এদিকে, চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপ্রদাহ। হাঁসফাঁস জেলার জনজীবন। 

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিন রাতের তাপমাত্রার খুব একটা পার্থক্য নেই। আবার রাতে বেলায় ঘন ঘন লোডশেডিংয়ে দুর্ভোগ বেড়েছে আরো কয়েক গুণ। তীব্র গরমে শ্রমজীবী মানুষকে কিছুটা স্বস্তি দিতে নানাভাবে চেষ্টা করছে জেলা পুলিশ।

বৃষ্টির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন।  
image

Leave Your Comments