কক্সবাজার সীমান্তে বাংলাদেশি ১০ জেলে অপহৃত

Date: 2024-05-02
news-banner
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে ১০ বাংলাদেশি জেলে অপহরণের শিকার হয়েছেন। পুলিশের ধারণা, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) তাঁদের ধরে নিয়ে গেছেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিকেলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন বেনারকে বলেন, “গতকাল বিকেলে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল সীমান্তে নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিলেন জেলেরা। মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) তাদের ধরে নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। আশা করি, তাঁরা (জেলেরা) দ্রুত ছাড়া পাবেন।” 

অপহৃত ১০ জেলে হলেন—সাইফুল ইসলাম, আব্দুর রহমান, আয়ুবুল ইসলাম, মো. সোহান, জানি আল, আব্দুর রহিম, মো. আনোয়ার, ওসমান গনি, আবুল হাসিম ও মো. ওসমান।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, রহমতের বিল সীমান্তের ওপারে মিয়ানমারের ওই এলাকাটি আরাকান আর্মির দখলেই আছে।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর হোসেন সাংবাদিকদের জানান, যেহেতু সীমান্ত এলাকা থেকেই তাঁরা অপহরণের শিকার হয়েছেন, তাই বিষয়টি বিজিবি এবং উচ্চ পর্যায়ে জানানো হয়েছে।
image

Leave Your Comments