শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন

Date: 2023-10-19
news-banner

ইফতেখার উদ্দিন : শেরপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে অফিসের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক। অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহা-পরিচালক মেজর জেনারেল মো. নুরুল আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাসপোর্ট অফিস ভবন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ছারোয়ার হোসেন, পুলিশ সুপার মোনালিসা বেগম এবং অতিরিক্ত জেলা প্রশাসক মুক্তাদিরুল আহম্মেদসহ আরো অনেকে।

প্রায় ৩ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ৫ তলা বিশিষ্ট ফাউন্ডেশন ভবনটির মূল আয়তন ৮ হাজার ৮২৬ বর্গফুট। জেলার প্রায় ১৭ লক্ষ মানুষ এই আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সুবিধা পাবে।

পরে প্রধান অতিথি অন্যান্যদের নিয়ে ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ই-পাসপোর্ট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে. কর্ণেল জামাল, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট চন্দন কুমার পাল, সাবেক সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক বিল্লাল হোসেন, পৌর প্যানেল মেয়র নজরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

১৯ই অক্টোবর ২০২৩

image

Leave Your Comments