আজ দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ

Date: 2024-05-05
news-banner
চট্টগ্রামে একদিনের ব্যবধানে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে দুই দল। ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও প্রথম ম্যাচের ভুলত্রুটি শোধরাতে চায় নাজমুল হোসেন শান্তর দল। বিশেষ করে, লিটন কুমার দাসের ফর্ম বাড়তি চিন্তার কারণ টিম ম্যানেজমেন্টের।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রোববার (৫ মে) সন্ধ্যা ৬টায়।

প্রথম ম্যাচে দুরন্ত শুরু করেছিল বাংলাদেশ। বোলাররা নিজেদের প্রমাণ করেছিলেন। ৩৬ থেকে ৪১,পাঁচ রানের মধ্যে জিম্বাবুয়ের ছয় উইকেট তুলে নেয়। একটা সময় মনে হচ্ছিল, ৫০ রানের আগেই অলআউট হবে সফররতরা। অষ্টম উইকেটে ক্লাইভ মাদান্দে ও ওয়েলিংটন মাসাকাদজা মিলে ৭৫ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ১২৪ পর্যন্ত নিয়ে যান। সেই রান তাড়ায় অভিষিক্ত তানজিদ তামিমের অপরাজিত ৬৭ এবং তাওহিদ হৃদয়ের ১৮ বলে ঝড়ো ৩৩ রান বাংলাদেশকে জয়ের সৌরভে সুরভিত করে। দ্বিতীয় ম্যাচের আগে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম লিটন দাস। দীর্ঘদিন ধরেই ছন্দহীন এই ব্যাটার। প্রথম ম্যাচেও তার ব্যাট থেকে এসেছিল মোটে এক রান। দলের অন্যতম সেরা ব্যাটারের এমন হতশ্রী ব্যাটিং, সেটিও বিশ্বকাপের আগে, যা উদ্বেগ বাড়ায়। তবে, বাংলাদেশের ব্যাটিং কোচ ডেভিড হেম্প অতটা চিন্তা করছেন না। আজ চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটন প্রসঙ্গে বলেন, ‘এটি ঠিক যে, লিটন রান পাচ্ছেন না। তবে, সে কঠোর পরিশ্রম করছে। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। খেলোয়াড়দের জীবনে উত্থান-পতন আসবেই। লিটনের এখন সেই সময়টা যাচ্ছে। সে এখন অতটা ধারাবাহিকভাবে খেলছে না। কিন্তু, পরিশ্রম থেমে নেই। আশা করি, শিগগিরই কাঙ্ক্ষিত ছন্দে ফিরবে সে।’ সিরিজ নিয়ে হেম্পের মত, ‘আমরা একটি দারুণ ম্যাচ শেষ করেছি। এখন সামনের ম্যাচ নিয়ে ভাবছি। ম্যাচ ধরে এগোনোই আমাদের পরিকল্পনা।’
image

Leave Your Comments