নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত

Date: 2024-05-05
news-banner
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবক নূর কালামকে (২৯) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  এছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছেন।

রোববার সকালে ক্যাম্প-১৮ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন সাংবাদিকদের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। কালাম ক্যাম্প-১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের ছেলে।

শামীম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজেদের দ্বন্দ্বে একদল রোহিঙ্গা সন্ত্রাসী তাঁকে গলা কেটে হত্যা করেছেন। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান চলছে।" এদিন ভোরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন নুরুল আবছার (১৮) ও মো. বাবু (১৭)। তাঁদের বাড়ি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি গ্রামে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন সাংবাদিকদের জানান, আহত দুজনের মধ্যে একজন তার এলাকার, অন্যজন পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীর কাটা গ্রামের বাসিন্দা।"তাদের কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে," বলেন ইমন।
image

Leave Your Comments