জ্বালানি তেলের দাম বাড়াল সৌদি আরব

Date: 2024-05-07
news-banner
জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব। যার প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। মূলত হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ বিরতির সম্ভাবনা ক্ষীণ হওয়ায় তেলের দাম বেড়েছে। এছাড়া আশঙ্কা করা হচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংকট বিশ্বের বৃহত্তম এই তেল উৎপাদনকারী অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে পারে। খবর রয়টার্সের

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (০৬ মে) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বেড়ে ২৪ ডলারে উঠেছে। এ ছাড়া ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২৯ সেন্ট বেড়ে ৪০ ডলারে উঠেছে।

এশিয়া, উত্তর-পশ্চিম ইউরোপ এবং ভূমধ্যসাগর অঞ্চলের দেশগুলোতে জুন মাসে সৌদি আরব যে তেল বিক্রি করবে তার দাম বাড়ানো হয়েছে। গত সপ্তাহে ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ায় জ্বালানি তেলের দাম কমেছিল। কিন্তু সপ্তাহের শুরুতে সেই ধারা ভেঙে ব্রেন্ট ক্রুডের দাম বাড়ল।
image

Leave Your Comments