বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় ত্রুটি, তীব্র যানজট

Date: 2024-05-07
news-banner
পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় বজ্রপাতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় টোল আদায় বিঘ্নিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) সকালে টোলস্কেলে বিদ্যুৎ না থাকায় সেতুর মাওয়া প্রান্তে টোলপ্লাজার অভিমুখে এক্সপ্রেসওয়েতে প্রায় ৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

কারিগরি ত্রুটির বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছেন পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী।

তিনি বলেন, রাত ৩ থেকে ৪টার দিকে বজ্রপাত হয়। এতে টোলস্কেলে মাদারবোর্ডে সমস্যা হয়। তবে সকালে সেটি ঠিক করা হয়। ট্রাক লেনে কিছুটা চাপ ছিল। এটি বড় ধরনের কোনো বিষয় নয়।

এ বিষয়ে মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার বলেন, সকালের দিকে টোলস্কেলে সাময়িক সমস্যা দেখা দিলেন অনেক গাড়ি এসে জমতে থাকে টোলপ্লাজার সামনে। কারিগরি ত্রুটি ঠিক করার সময় তখন এক থেকে দেড় ঘণ্টার মতো যানজট ছিল।

তবে বেলা সাড়ে ১০টার দিকে টোল আদায় শুরু হওয়ায় এখন সড়কের চিত্র স্বাভাবিক বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
image

Leave Your Comments