মানিকগঞ্জে নানার কবরে সমাহিত পাইলট জাওয়াদ

Date: 2024-05-11
news-banner
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রতি সামরিক বিদায়ী শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়েছে। 

শুক্রবার (১০ মে ) সকালে রাজধানীতে বিমানবাহিনীর ঘাঁটি বাশার জহুরুল হকের প্যারেড গ্রাউন্ডে গার্ড অব অনার প্রদানের পর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। তিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। পরে নিজ বাড়ি মানিকগঞ্জে তৃতীয় জানাজা শেষে সদর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় আসিম জাওয়াদের মরদেহ। 

চট্টগ্রামে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ শুক্রবার সকালে রাজধানীতে বিমানবাহিনীর ঘাঁটি বাশার জহুরুল হক এর প্যারেড গ্রাউন্ডে আনা হয়।

পরে বিমানবাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। তিন বাহিনীর সদস্য ও বেসামরিক ব্যাক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জানাজা। এরপর সেনাপ্রধানের পক্ষ থেকে চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজজামান শ্রদ্ধা জানান। 

বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। এছাড়া নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জাওয়াদের বাবা আমান উল্লাহ  ছেলের জন্য সবার কাছে দেযা প্রার্থণা করেন। বিমান বাহিনীর ঘাঁটি বাশার জহুরুল হক এর প্যারেড গ্রাউন্ডে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে আসিম জাওয়াদের মরদেহ নিয়ে নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে। সেখানে বাদ জুমা তৃতীয় জানাজা শেষে সদর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় মরদেহ।

এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অনুষ্ঠিত হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রথম জানাজা। 
image

Leave Your Comments